যশোর প্রতিনিধি :  যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকার ভেড়িবাধ থেকে অভিযান চালিয়ে ২৮৪ বোতল ফেন্সিডিল ও ২৪ কেজি গাজা সহ মোহাম্মাদ আলি ২৫ নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদের্শ বিজিবি সদস্যরা। বৃহস্প্রতিবার(০৩ মার্চ) ভোরে শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের মেইনপিলার ২৯/৩ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশর অভ্যান্তওে বেড়িবাধ এলাকা থেকে মোহাম্মাদ আলিকে আটক করা হয়। আটক মোহাম্মাদ আলি শার্শা শাখারীপোতা গ্রামের আব্দল মান্নানের ছেলে। বিজিবি ৪ মার্চ এক প্রেস বিজ্ঞপতিতে জানান,গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমান মাদকের একটি চালান শিকারপুর সীমান্ত দিয়ে গভীর রাতে বাংলাদেশে প্রবেশ করছে।এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজর দারি বাড়ানো হয়।একপর্যায়ে ভোওে শিকার পুর সীমান্তের বেড়িবাদ দিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মাদ আলী বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে বস্তা বোঝায় ২৮৪ বোতল ফেন্সিডিল ও ২৪ কেজি গাজা ইদ্ধার করা হয়। যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্ণেল সেলিম রেজা জানায়,আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে




Leave a Reply

Your email address will not be published.