যশোর অফিস : যশোরে পুলিশের অভিযানে চা*কুসহ ছয় অপহরনকারীকে আ*টক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি
ঈদুল ফিতরকে সামনে রেখে আসামিরা পরিচিত ও অপরিচিত কিশোরদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপন আদায় করে আসছে কয়েকটি চক্র। এমন সংবাদের প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে শনিবার অভিযান চালায় । ওই অভিযান থেকে এ ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঘোপ সেন্ট্রাল রোডের মৃত সুরুজের ছেলে রাব্বি, শেখহাটি কালীতলার আব্দুল কাদেরেরে ছেলে রায়হান ওরফে জাহিদুল, একই এলাকার মৃত বাবুর ছেলে অপূর্ব হাসান, সাতমাইল দোহরপাড়া গ্রামের মৃত বাবুলের ছেলে শাকিল হোসেন, জেলরোড বেলতলার রাজু আহম্মেদের ছেলে দ্বীপ আহম্মেদ ওরফে আরাফাত ও ঝুমঝুমপুর ময়লা খানার আইয়ুবের ছেলে তৌহিদ। এসময় অপহৃত দুই যুবক বোরহান ও নাজমুলকে উদ্ধার করা হয়েছে। এসময় মুক্তিপন আদায়ের ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, আসামিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের মধ্যে রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও দ্রুতবিচার আইনের তিনটি মামলা রয়েছে। আরাফাতের বিরুদ্ধে অপহরণ সহ ধর্ষনের অভিযোগ, দ্রুত বিচার ও চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.