যশোর অফিস : যশোরে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদাদাবি ও ২০ হাজার টাকা জোর করে হাতিয়ে নেয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক সালমান মাতবর শহরের বারান্দী মোল্যা পাড়ার কেরামত মাতবরের ছেলে ও শিমুল গাজী ওরফে রোহান একই এলাকার রুস্তম গাজীর ছেলে। তবে, এঘটনায় প্রধান অভিযুক্ত বারান্দীপাড়া মোল্লাপাড়ার রাজ্জাক মিয়ার ছেলে শাহরাজ এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগি যশোর সদর উপজেলার রামনগরের শেখ আব্দুল কুদ্দুসের ছেলে মাজহারুল ইসলাম রাজিব বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
রাজিবের অভিযোগ , শুক্রবার তিনি ও তার বন্ধু আতিয়ার রহমান যশোরের বড় বাজারে কেনাকাটা করতে আসেন। লোহাপট্টি কৃষি ব্যাংকের সামনে পৌছালে ওই তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজন চাকু বের করে তাদেরকে ভয় দেখিয়ে পাশের একটি গলিতে নিয়ে যায়। এরপর তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। টাকা না দেয়ায় রড ও হাতুড়ি দিয়ে মারপিট করে । পরে তাদের কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে কোতোয়ালী থানার এসআই ইয়াসিফ আকবর জয় শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।




Leave a Reply

Your email address will not be published.