যশোর অফিস:  যশোরে একদিনে ৩০ জনের করোনা পজেটিভ হয়েছে। কয়েক মাসের মধ্যে আজ এর সংখ্যা সর্বাধিক। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার রাতে তাদের ল্যাবে মোট ১০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোরের ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০টি নমুনা পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ৩০ শতাংশ পজেটিভ ফল দিয়েছে। গেল কয়েক মাসে যশোরের নমুনাগুলোর মধ্যে পাঁচ থেকে সর্বাধিক ১৮টি পর্যন্ত পজেটিভ ফল আসছিল। আজ হঠাৎ পজেটিভের সংখ্যা বেড়ে ৩০ শে দাঁয়িয়েছে৷ এছাড়া এদিন মাগুরার দশটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি পজেটিভ ফল দেয়। এই ফলও ঊর্ধ্বমুখি। মাগুরা থেকে পাঠানো নমুনার ৪০ শতাংশ পজেটিভ হওয়ার ঘটনা বেশ কিছুদিন পর ঘটলো। রোববার পরীক্ষিত নমুনাগুলোর বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার বিকেল তিনটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৩৯৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এদের মধ্যে চার হাজার ৭৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫১ জন। এছাড়া হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন যথাক্রমে পাঁচ ও ২৪৮ জন।# সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ২ জানুয়ারী প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২ জানুয়ারি ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। এর আগের দিন ১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক সাধারণ সভা। আজ নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি শহিদ জয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি। এসময় সভায় ভার্চূয়াল পদ্ধতিতে যোগ হন একমাত্র কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ । সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীরকে আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি নূর ইসলাম ও সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইনকে সদস্য করে তিন সদস্যের এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভা থেকে আগামী ১৫ ডিসেম্বর ২০২০ এর মধ্যে ইউনিয়নের সকল সদস্যদের তাদের বকেয়া চাঁদা পরিশোধের আহ¦বান জানানো হয়। # যশোরে ৩০টি স্বর্ণের বারসহ তিনজন আটক যশোর অফিস: যশোর-মাগুরা সড়ক থেকে সোমবার (৩০ নভেম্বর) ৩ দশমিক ৫ কেজি ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার প সার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত (৪৮)। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) কামান্ডিং অফিসার লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর থেকে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০ টি স্বর্নের বারসহ ৩ জনকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি একচল্লিশ লাখ প াশ হাজার টাকা। কলারোয়া থেকে র‌্যাবের ফেনসিডিলসহ যুবক আটক যশোর অফিস সাতক্ষীরার কলারোয়া থেকে আড়াইশ’ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। সোমবার দুপুরে কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। এই ব্যাপারে তার বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলা হয়েছে। র‌্যাব ক্যাম্প ঝিনাইদহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট মেসার্স ডেলমা ফিলিং ষ্টেশন লিমিটেডের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৫০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এই ব্যাপারে তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। # যশোরে গভীর রাতে দড়াটানায় দুই মাতালের কান্ড জনসাধারন অতিষ্ট অতপর গ্রেফতার যশোর অফিস গভীর রাতে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা মোড় ট্রাফিক বক্সের সামনে সড়কে নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যালকোহল পান করে জনসাধারনের বিরক্ত সৃষ্টি করার অভিযোগে দুই মাতালকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল থানার কাকুরিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড মসজিদের পাশে কচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া নেয়ানুদ্দীনের ছেলে ইকবাল হোসেন ও স্থায়ী একই এলাকার বর্তমানে যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গাদ এ্যাডভোকেট জিএম আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া জব্বারের ছেলে ফরিদ হোসেন। যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির জানান, রোববার দিবাগত গভীর রাত আড়াইটার সময় ইকবাল হোসেন ও ফরিদ হোসেন শহরের দড়াটানা মোড় ট্রাফিক বক্সের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যালকোহল পান করে জনসাধারনের বিরক্ত সৃষ্টি করায় তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।# যশোরে চায়ের দোকান্দারকে ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনী যুবকের বিরুদ্ধে মামলা যশোর অফিস শহরের টাউনহল মাঠের পশ্চিম পাশে পুরাতন মে র কোনে চায়ের দোকান্দার জাকির হোাসেন (৩২)কে ছুরিকাঘাত করে পালাবার সময় জনগণ হাসিব নামে এক সন্ত্রাসীকে ধরে গণ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *