যশোর অফিস : চোরাই নসিমন ও লোহার রড কেনাবেচার অভিযোগে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা দুই চোরকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন নসিমন ও ১০ এম এল লোহার রড উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গণির ছেলে শহিদুল ইসলাম,সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী জানায়, ফাঁড়ির একটি টিম গোপন সূত্রে খবর পান যশোর শহরের খড়কি জামিয়া নুরিয়া আব্বাসিয়া মাদ্রাসার সামনে কয়েকজন ব্যক্তি নসিমন গাড়ী ও লোহার রড ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের উক্তদল সেখানে বুধবার পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর শহিদুল ইসলাম ও শাকিল আহম্মেদ পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদের দু’জনের কাছ থেকে একটি পুরাতন নসিমন গাড়ী ও আনোয়ার কোম্পানীর ১০ এমএল চোরাই রড যার ওজন ১৪০ কেজি। গ্রেফতারকৃত চোর চোরাইমালসহ কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে উক্ত দু’জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ দুই চোরকে আদালতে সোপর্দ করেছে।




Leave a Reply

Your email address will not be published.