সমাজের আলোঃ  ছেলে ও ছেলের বৌয়ের বিরুদ্ধে সোনার গহনা ও টাকা চুরির মামলা করলেন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী ফজলুল করিম টুটুল (৬০)।

আসামিদ্বয় হলো, তার ছেলে মেহেদী হাসান রাজা (২৪) ও রাজার স্ত্রী মীম (২০)।

এজাহারে ফজলুল করিম টুটুল উল্লেখ করেছেন, তার ছেলে রাজা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সেবন করে আসছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ একাধিক মামলা আছে। রাজা তা মা নাজমা বেগমের কাছে বেশি বেশি টাকা দাবি করে। কিন্তু তিনি দিতে না চাইলে ঘরের মূল্যবান জিনিসপত্র বাইরে কম মূল্যে বিক্রি করে দেয়। এবং রানা ঘর থেকে বটি নিয়ে খুন করতে উদ্যোত হয়। রাজার এই কাজে সহযোগিতা করে তার স্ত্রী মীম।

গত ৩ আগস্ট রাত সোয়া ১১টার দিকে তার মোল্লাপাড়াস্থ চারতলা বিল্ডিং এর তৃতীয়তলার ঘর থেকে কৌশলে মোট ৩ লাখ টাকার সোনার গহনা ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে চলে যায়। তারা বর্তমানে আত্মগোপন করে আছে। তারে ফোন করা হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমিক দেয়। ফলে বাধ্য হয়ে তিনি (ফজলুল হক টুটুল) মামলা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *