যশোর প্রতিনিধি : র‍্যাব-৬ অভিযান চালিয়ে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা এক ট্রাক চিংড়ি আটক করে তা ধ্বংস করা হয়েছে। চিংড়ি মাছের দুই মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।শুক্রবার ভোররাতে যশোর- ঝিকরগাছা হাইওয়ের চাঁচড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

যশোর র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার (লে. কর্নেল) এম নাজিউর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ( যশোর-ট- ১১-৪৩৭১) চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে। ট্রাকে থাকা ওই চিংড়িতে জেলি পুশ করা, যা অস্বাস্থ্যকর। এরপর রাত দেড়টার দিকে যশোর – ঝিকরগাছা সড়কের চাঁচড়ায় অবস্থান করে ওই চিংড়ি মাছ জব্দ করা হয়।
অভিযানে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার চিংড়ি পরীক্ষা করে সত্যতা পান।

এসময় মাছের মালিক সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লাকে ভ্রাম্যমাণ আদালত মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ সালের সংশোধিত বিধি ২০০৮ বিধি ৪(৪) লংঘণ এবং ৪(৫) ক্ষমতাবলে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।এম নাজিউর রহমান আরও বলেন, ট্রাকে থাকা ৫৭টি ককশিটে থাকা দেড় টন চিংড়ি ধ্বংস করে ফেলা হয়।




Leave a Reply

Your email address will not be published.