যশোর অফিস : যশোরে পাওনা টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সদরের দায়তলা বাজারে বিপ্লব হাসান (২৫) নামে এক চায়ের দোকানে হামলা ও মারপিটের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে বিপ্লব হাসান বৃহস্পতিবার ১২ জানুয়ারি মামলা করেন। মামলায় একই পরিবারের দুই ভাইসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করেন। আসামিরা হচ্ছে,সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের আজিজুর মোল্লার ছেলে সজল (২৪) ও বাপ্পি (২০)।
মামলায় বাদি বলেছেন, আসামিরা উচ্ছৃংখল প্রকৃতির লোক। এলাকায় অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। টাকা পয়সা লেনদেন নিয়ে আসামিদের সাথে বাদির পূর্ব শত্রুতা ও দ্বন্দ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আসামিরা বিপ্লব হাসানকে মারপিট ও খুনজখমের ষড়যন্ত্র করছিল। গত ৮ জানুয়ারি রাতে বিপ্লব হাসান দায়তলা বাজার গাং কুলে তার চায়ের দোকানে দোকানদারি করছিলো। এ সময় সজল ও বাপ্পি পূর্ব শত্রুতার জের ধরে গাছি দা, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে বিপ্লবের দোকানের সামনে যেয়ে অকথ্য ভাসায় গালিগালাচ করে। প্রতিবাদ করলে আসামি সজল হত্যার উদ্দেশ্যে গাছি দা দিয়ে বিপ্লবের পিঠের বাম পাশে ও চোখের ডান পাশে চোয়ালের উপর কুপিয়ে গুরুত্বর জখম করে। বিপ্লব মাটিতে লুটিয়ে পড়লে আসামি বাপ্পি বাম হাতের কনুইয়ের নীচে কুপিয়ে জখম করে। উভয় আসামি বিপ্লবের কাছ থেকে ২ টি মাল্টিমিডিয়া মোবাইল কেড়ে নেয়। ঘটনাটি দেখে বিপ্লবের মা রেখা খাতুন ঠেকাতে গেলে আসামিরা তাকেও মারপিট করে আহত করে ও শ্লীলতাহানি ঘটায়। আসামি সজল বিপ্লবের মা রেখা খাতুনের গলা থেকে ৮




Leave a Reply

Your email address will not be published.