যশোর অফিস : শহরের ষষ্টিতলা বসন্তকুমার রোডস্থ ও পুলিশ লাইন টালীখোলা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৫শ’ ৬০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা নিজ হেফাজতে রেখে বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর গ্রামের পাঁচড়া পূর্বপাড়া বর্তমানে যশোর শহরের ষষ্টিতলা বসন্তকুমার রোডস্থ জনৈক নওরোজ বাবলু এর বাড়ির ভাড়াটিয়া ফরিদ উদ্দিনের ছেলে নিশান হোসেন ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া ৮নং ওয়ার্ড এলাকার মৃত আলহাজ¦ শুকুর আলীর ছেলে আব্দুর রহমান।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, গত ১ মে সকালে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র একজন এএসআইসহ একদল পুলিশ শহরের টালীখোলা মাদ্রাসা মোড় গ্রামের আমির চটপটি নামক দোকানের সামনে পিচের রাস্তার উপর থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তার দখল থেকে ৩শ’ ৫০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা গত ১ মে সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে শহরের ষষ্টিতলা বসন্ত কুমার রোডস্থ জনৈক নওরোজ বাবলু এর বাড়ির ভাড়াটিয়া নিশান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ ১০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দেন।




Leave a Reply

Your email address will not be published.