যশোর অফিস: যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার বৃদ্ধ পিতামাতাকে ভরণপোষণ না দিয়ে মানুষিক নির্যাতন করছে। একই সাথে ছেলেকে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি বাবদ ২ লাখ টাকা না দিলে পিতা মাতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ এনায়েত হোসেন (৬০) থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো, তার ছেলে হাসান (৩৫) পুত্রবধূ চাঁচড়া রায়পাড়ার জলি বেগম।
যশোর কোতয়ালি থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, তার পুত্র হাসান ও পুত্রবধূ জলি বেগমকে নিয়ে তার শ^শুরবাড়িতে ঘরজামাই থাকে। এজন্য তাকে ও তার মা হাসিনা বেগমকে কোন ভরণপোষণ করে না। তাদের দুইজনের সংসার চালানোর জন্য ঝুমঝুমপুর মসজিদ বাজারে একটি ছোট পানের দোকানদারি করে কোন রকম জীবন যাপন করছি। এর মধ্যে স্ত্রীর পরামর্শে হাসান তার জমি দাবি করে ১ লাখ টাকা দাবি করে। বিভিন্ন সময় বিভিন্ন তাকে এ পর্যন্ত ৯৫ হাজার টাকা দেয়া হয়েছে। তারপরও স্ত্রীর পরামর্শে হাসান ১৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টায়র দিকে বাসায় ঢুকে আমাকে মারপিট করে। এসময় আমার মেয়ে দুলালী ও তার স্বামী বাবু ঠেকাতে তাদের মারপিট করে। এরপর স্থানীয়রা এগিয়ে আসলে জমি বাবদ দুই লাখ টাকা দাবি করে। আর এ টাকা না দিলে আমার ও আমার স্ত্রীকে জীবনে খুন করার হুমকি দেয়।#




Leave a Reply

Your email address will not be published.