যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের রেলগেট (পশ্চিমপাড়া) মৃত ওলিয়ার রহমানের মেয়ে বর্তমান স্বামী আশরাফ হোসেন ওরফে আশরাফ কসাইয়ের স্ত্রী বহু মাদক মামলার আসামী শারমিন আক্তার ওরফে শিউলি ও সদর উপজেলার মানিকদিহি গ্রামের হাজী রকিবের ছেলে হেলাল উদ্দিন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এএসআই আমিরুল ইসলাম জানান, রোববার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলগেট পশ্চিম পাড়াস্থ রেহেনা পারভীনের মালিকানাধীন বসত বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ডিবি’র পোশাক পরিহিত দেখে সেখানে ইয়াবা ও গাঁজা নিয়ে অবস্থান করা মাদক স¤্রাজ্ঞী শারমিন আক্তার ওরফে শিউলিকে গ্রেফতার করে। এসময় শিউলির কাছ থেকে ২০পিস ইয়াবা ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি মডেল থানা পুলিশ সাত মাইল বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান মানিকদিহি সাতমাইল বাজারস্থ সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের বাসা সামনে মাদকদ্রব্য নিয়ে একজন অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় সেখানে থাকা হেলাল উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৩২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.