যশোর অফিস : কোতয়ালি মডেল থানা,সদর পুলিশ ফাঁড়ীর কর্মকর্তা ও সদস্য আলাদা অভিযান চালিয়ে পাঁচশ’ বিশ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের বর্তমানে যশোর শহরতলী ঝুমঝুমপুর ( হান্নান কাজীর বাড়ির ভাড়াটিয়া) আনোয়ার মোল্যার ছেলে সোহানুর মোল্যা,যশোরের বাঘার পাড়া উপজেলার চারাভিটা গ্রামের সুলতানের ছেলে সুজন,যশোর শহরের নাজির শংকরপুর (হাজারী গেট) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মামুন অর রশিদ ও শহরের পূর্ব বারান্দীপাড়া কাঁঠালতলার ( গাঁজার গলি) মৃত সালাম শেখ ওরফে ইকবালের ছেলে মুন্না শেখ।

সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, শনিবার ২২ জানুয়ারী রাত ৯ টার পর শহরের বারান্দীপাড়া (কাঁঠালতলা গাঁজার গলি) ইকবাল ষ্টোর এর সামনে থেকে মুন্না শেখকে ১১০ গ্রাম ওজনের গাঁজা,কোতয়ালি মডেল থানা পুলিশ শনিবার ২২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের নাজির শংকরপুর গ্রামের শেখ শমসের আলীর চায়ের দোকানের সামনে থেকে মামুন অর রশিদকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে দেড়শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। কোতয়ালি মডেল থানা পুলিশ একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মুড়লী মোড়স্থ প্রাইম ফিলিং ষ্টেশনের সামনে থেকে সুজনকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ৩০ পুরিয়া অর্থাৎ দেড়শ’ গ্রাম গাঁজাসহ এবং কোতয়ালী মডেল থানার অপর একটি টিম শনিবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা বিসিক ১নং রোডস্থ সাফায়েত শেখ এর চায়ের দোকানের সামনে থেকে সোহানুর মোল্যাকে ১১০ গ্রাম ওজনের গাঁজাসহ গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.