যশোর অফিস : উপশহর পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,উপশহর এফ ব্লক বাসা নং ১২৬, ৩নং গলি ( শেখহাটি জামরুল তলা,বাবুর বাড়ির ভাড়াটিয়া) মৃত রাজ আলীর ছেলে হাবিব,সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনীর মোড়ের মৃত মফিজ মিয়া ওরফে মতিন মিয়ার ছেলে দেলেয়ার জাহান ঝন্টু, শহরের শাহ আব্দুল করিম রোড খড়কীর মৃত মতিয়ার রহমানের ছেলে আমিনুল ইসলাম লিটন ও সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সাকিব হাসান। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,মঙ্গলবার ২ মে বিকেলে ডিবি’র একটি টিম মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পান শহরের বিমান অফিস মোড় হতে আরবপুর গামী আরবপুর মোড় সংলগ্ন লিটন ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল ৪ টা বেজে ২০ মিনিটে ঘটনাস্থলে পৌছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেলোয়ার জাহান ঝন্টুকে তার ডান হাতে থাকা বাজার করা ব্যাগসহ গ্রেফতার করে। পরে উক্ত ব্যাগের মধ্যে থাকা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতার হওয়ার পর দেলোয়ার জাহান ঝন্টু পুলিশে জানায় আমিনুল ইসলাম লিটন ও সাকিব হাসানের কাছ থেকে ফেনসিডিল নিয়ে সে বিক্রি করে। পুলিশ দেলোয়ার জাহান ঝন্টুর সহায়তায় তার সহযোগী আমিনুল ইসলাম লিটন ও সাকিব হাসানকে বিকেলে গ্রেফতার করে। অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার গভীর রাতে উপশহর এফ ব্লক বাসা নং ১২৬,৩নং গলি ( শেখহাটি জামরুল তলা বাবুর বাড়ির ভাড়াটিয়া) হাবিবের ঘরে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ হাবিবকে গ্রেফতার করে।




Leave a Reply

Your email address will not be published.