যশোর প্রতিনিধি : যশোর অফিস পূর্ব শত্রুতা ও দ্বন্দ্বের জের ধরে সামান্য ঘটনায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের চারজন আহত এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার ছোট গোপালপুর গ্রামে। আসামীরা হচ্ছে,সদর উপজেলার ছোট শেখহাটি বড় প্রাচীরের পাশের্^ মৃত গফুর বিশ^াসের ছেলে হারুণ, মৃত রহিম বিশ^াসের ছেলে আনিছুর রহমান,মৃত গফুর বিশ^াসের ছেলে মাহাবুর,ছোট গোপালপুর গ্রামের মৃত গফুর বিশ^াসের ছেলে মিলন ও নতুন উপশহর নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশের্^ শাহিদুলের ছেলে জিসানসহ অজ্ঞাতনামা ৩/৪জন। ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের ছোট গোপালপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম শুক্রবার বিকেলে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নামে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আসামীদের বাড়ি তাদের বাড়ির পাশাপাশি সামনে রাস্তার বিপরীত পাশের্^। আসামীদের সাথে তাদের পূর্বের শত্রুতা ও দ্বন্দ্ব চলে আসছিল। আব্দুল হাকিমের নাতনী কুলসুম (৭)কে আনিছুর রহমানের ছেলে সপ্নিল (৮) গত ১৩ নভেম্বর মাথায় ইট ছুড়লে মাথায় লেগে জখম হয়। এ সময় প্রতিবাদ করলে উক্ত আসামীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হাকিমের বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করতে থাকে। আব্দুল হাকিম ও তার পরিবারের লোকজন গালিগালাজ করতে নিষেধ করলে হারুনের হুকুমে উক্ত আসামীরা আব্দুল হামিমের ভাই আলমগীর হোসেনকে খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে থেতলানো জখম করে। আলমগীর হোসেনের স্ত্রী জানু বেগম ও আলমগীর হোসেনের বোনে সেলিনাকে মারপিট করে পরনের শাড়ী কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। সেলিনার গলায় থাকা ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়। গুরুতর জখম অবস্থায় আলমগীর হোসেন ও তার স্ত্রী এবং বোনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আলমগীর হোসেনের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর নির্দেশ দেন চিকিৎসক। এ ব্যাপারে মামলা হলেও পুলিশ মামলা এজাহার নামীয় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।




Leave a Reply

Your email address will not be published.