যশোর অফিস : যশোরের মণিরামপুর উপজেলায় রেহেনা খাতুন (৩৬) নামে এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় পুলিশ উপজেলার গোপালপুরের একটি বেগুনখেত থেকে তার মরদেহ উদ্ধার করে। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় একজন কৃষক নিজের বেগুনখেত পরিচর্যা করতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের ধারণা, পাশবিক নির্যাতনের পর ওই নারীকে কেউ হত্যা করে ফেলে গেছে। নিহতের চাচা আফসার খাঁ সাংবাদিকদের বলেছেন, রেহেনা মানসিক ভারসাম্যহীন। কখনও মণিরামপুর আবার কখনও গোপালপুর বাজারে সে থাকতো। ভিক্ষা করে তার দিন চলতো। জানতে চাইলে মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, মরদেহের যে ছবি আমি দেখেছি, তাতে মনে হয়েছে তাকে ধর্ষণশেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাল সকালে ময়নাতদন্তের জন্যে মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রেহেনা মণিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের গাজীপাড়ার নিছার আলী খার কন্যা




Leave a Reply

Your email address will not be published.