যশোর অফিস : যশোরে মাদক মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়া বেনাপোল শহরের লিয়াকত আলীর ছেলে। রোববার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। এসময় এপিপি ভীমসেন দাস উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী কাইয়ুম হোসেন।


আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৪ জুন বিকেলে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের একটি টহলদল শার্শার আফিল জুট মিলের সামনে অবস্থান করে। বিকেল সাড়ে ছয়টায় বেনাপোল থেকে যশোরের দিকে ছেড়ে আসা একটি ইজিবাইক দেখে তাদেও সন্দেহ হয়। পরে ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালায় বিজিপি। এসময় চালক সোহাগ মিয়ার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল ক্যাম্পের জেসিও শিশির কুমার বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। এ মামলায় রোববার আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষনা করে সোহাগকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




Leave a Reply

Your email address will not be published.