যশোর প্রতিনিধি: যশোরে মাদ্রাসা ছাত্রীকে (১৩) কথিত অপহরনের অভিযোগে কোতয়ালি থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত রাসেল (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। রাসেল সদর উপজেলার বিজয়নগর মোল্লাপাড়ার আব্বাস উদ্দিনের ছেলে। এছাড়া অপর আসামিরা হলো, একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুরুজ (২১), ইসহাক মোল্লার ছেলে মুকুল (৩৫) এবং মৃত নওয়াব আলী মোল্লার ছেলে হাশেম মোল্লা (৪০)। ওই স্কুলছাত্রীর পিতা কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে চুড়ামনকাঠি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় যাতায়াতের পথে আসামি রাসেল দীর্ঘদিন ধরে তার মেয়ের পথ আগলে ধরে আজেবাজে কথাবার্তা ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তিনি সংবাদ পেয়ে রাসেলের অভিভাবকদের কাছে অভিযোগ দেন। কিন্তু তাকে কোন কাজ হয়নি। বরং রাসেল আরো বেপরোয়া হয়ে উঠে। তার মেয়েকে অপহরণ করে বিয়ে করবে বলে হুমকি দেয়। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মেয়ে রাজহাঁস খুঁজতে বাড়ির বাইরে বের হয়। সে সময় ফটিক মৃধার বাড়ির সামনে পৌছালে আসামিরা একটি মাইক্রোবাসে করে এসে তার মেয়েকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে তিনি খোঁজখবর নিয়ে আসামিদের বাড়িতে গিয়ে তার মেয়েকে ফেরৎ চান। কিন্তু আসামিরা কালক্ষেপন করতে থাকে। পরে জানায় তার মেয়েকে ফেরৎ দেবে না। পরে তিনি কোতয়ালি থানায় মামলা করেন। এদিকে মামলা হওয়ার পর পুলিশ রাসেলকে আটক করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তবে রাসেলের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, কোন অপরণের ঘটনা ঘটেনি। রাসেলের সাথে ওই মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। সেই সূত্রে তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করে।
