যশোর প্রতিনিধি : যশোরের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর সদরের চান্দুটিয়া ও ফরিদপুর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদোর্ত্তীণ পণ্যো সংরক্ষন, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে মাছ, মাংস ও মিষ্ঠি সংরক্ষন করার অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব। সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর সকালে সদরের চান্দুটিয়া ও ফরিদপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পেঁয়াজ, আলু ও চালের দোকানে তদারকি করা হয়। চান্দুটিয়া বাজারের মেয়াদোর্ত্তীণ পণ্য সংরক্ষন ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মতিয়ার স্টোর ও ওলিয়ার ভ্যারাইটিজ স্টোরকে দেড় হাজার টাকা করে, ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া ফরিপুর বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে জামানুল স্টোরকে ২ হাজার ও একই ফ্রিজে মিষ্টি, মাছ, মাংস সংরক্ষনের অপরাধে সাত্তার সুইটসকে দেড় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.