যশোর প্রতিনিধি: যশোর বেনাপোলের একটি অস্ত্র মামলায় আটক তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো বেনাপোলের সরবংহুদা গ্রামের মুত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম ও ৪ নম্বর ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে বেনাপোলের রঘুনাতপুর বিওপির বিজিবি সদস্যরা চোরচালন প্রতিরোধে নিয়মিত টহলে যান। রাত ৩ টার দিকে ২ নম্বর ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশে ওৎপেতে থাকে। এরমধ্যে মেইন পিলার ২১/৬ এর পাশ দিয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে পায়ে হেটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরমধ্যে তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালিয়ে যাওয়ায় সময় তিনটি বস্তাসহ ওই তিনজনকে আটক করা হয়। বস্তা তল্লাশি করে উদ্ধার করা ১১ টি ৭.৬৫ বিদেশি পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি। এ ব্যাপারে পরদিন বিজিবির হাবিলদার সিগনাল মিনা মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের ৭ দিন করে রিমান্ডের আবে:দন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।




Leave a Reply

Your email address will not be published.