শহিদ জয় ,যশোর প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যশোর শহর ও জেলার বিভিন্ন উপজেলায় যানজট মুক্ত করতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারের নির্দেশে যশোর ট্রাফিক বিভাগ সোচ্চার ভূমিকা নিয়েছেন। যানজটমুক্ত শহর ও যানবাহন চলাচলে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভাবে দায়িত্ব পালন শুরু করেছেন

যশোর ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের কমপক্ষে ১৯টির অধিক পয়েন্টে সার্জেন্ট, টিএসআই,এটিএসআই ও কনস্টেবল তাপদাহসহ রোদবৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গোটা যশোর শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনকারী সার্জেন্ট,টিএসআই ও এটিএসআই এবং কনস্টেবলদের তদারকির জন্য ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মাফুজুর রহমান, শুভেন্দু কুমার মুনসী,রইচ উদ্দীন ও তাহরিম খান দায়িত্ব পালন করছেন। প্রতিদিন যশোর শহরের দড়াটানা মোড়,থানা মোড়, পালবাড়ী মোড়, আরবপুর মোড়,চাঁচড়া মোড়, মনিহার মোড়, নিউমার্কেট মোড়,জজকোর্ট মোড়,চিত্রামোড়,চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড,পুলিশ লাইন স্কুলের রাস্তার মাথায়,হাসপাতাল মোড়, রেলরোডস্থ সোনালী ব্যাংকের মোড়,রাসেল চত্ত্বর,পুলিশ অফিস মোড়, আরএস গলি,বস্তাপট্টি মোড়, বকুলতলা মোড়,কেন্দ্রীয় শহীদ মিনার ও শহর এলাকায় মোবাইল ডিউটি করার জন্য সার্জেন্ট,টিএসআই ও এটিএসআই এবং কনস্টেবল দায়িত্ব পালন করতে দেখা যায়। যেখানে যশোর শহর ইতিপূর্বে যানজটের শহর হিসেবে সকলের কাছে পরিচিত শহরে পরিনত ছিল। সেখানে যশোর ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনের জন্য এখন যানজট মুক্ত শহর হিসেবে সকলের কাছে পরিচিত লাভ করেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে যশোর শহরের বিভিন্ন বিপনী কেন্দ্রগুলো ক্রেতাদের ভীড় শুরু হয়েছে। গোটা শহর এলাকা যানজট মুক্ত রাখতে বিভিন্ন শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগ নতুন পদক্ষেপ গ্রহন করেছেন বলে ট্রাফিক পুলিশের টি আই মাফুজুর রহমান জানিয়েছেন। তিনি আরো জানান,যশোর শহরে প্রবেশের যে ক’টি সড়ক রয়েছে সেই সড়ক গুলোতে ট্রাফিক সার্জেন্টদের পাশাপাশি টিএসআই,এটিএসআই ও পর্যাপ্ত কনস্টেবলদের দায়িত্ব দেয়া হয়েছে। যাতে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে যানবাহন চলাচল করে তার জন্য যশোর শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট। মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান ও কাগজপত্র ত্রুটিপূর্ন রাখতে চেকপোষ্ট বসানোর মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়ে ওঠে। ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানাগেছে, ঈদুল আযহাকে সামনে রেখে ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট,টিএসআই, এটিএসআই ও কনস্টেবলদের দায়িত্ব বহুগুনে বাড়িয়ে দেয়া হয়েছে। গোটা শহর ও শহরের প্রবেশের বিভিন্ন পয়েন্টে ইজিবাইক,রিকশা চলাচলে একটি সড়ক করে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন বিপনী কেন্দ্রগুলোর গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা না থাকার কারনে শহরের কয়েকটি সড়কের ফুটপাতের উপর ক্রেতা সাধারনের মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন রাখার কারনে মাঝে মধ্যে পথচারীদের প্রতিবন্ধকা সৃষ্টি হয়। এর জন্য মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হয়। সব মিলিয়ে দিনরাত গোটা শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা তাদের দায়িত্ব কর্তব্য ও ভূমিকা পালন করে চলেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *