যশোর অফিসঃ যশোরে যৌতুক মামলায় মাসুদ হোসেন সুজন নামে ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মঞ্জুরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন ঝিনাইদাহের কালীগঞ্জের নরদেহী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর আসামি সুজন পারিবারিক ভাবে বাঘারপাড়ার খলসি গ্রামের আকরাম মোল্যার মেয়ে আসমা খাতুনকে বিয়ে করেন। আসামি পূর্বের বিয়ে গোনপ করেছিল। বিয়ের পর নগদ টাকা সংসারের যাবতীয় মালামাল দেয়া হয় সুজনকে। সুজন ঢাকা থেকে চাকরি ছেড়ে বাড়ি এসে ইজিবাইকি নিয়ে ভাড়ায় চালানো শুরু করে। কিছুদিন পর সুজন তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সুজন তার স্ত্রীকে যৌতুকের টাকা এনে দিতে বল্লে অস্বীকার করায় পিতার বাড়ি তাড়ায়ে দেয়। ২০১৯ সালের ১ জানুয়ারি বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ১৬ জানুয়ারি আদালতে মামলা করেন আসমা খাতুন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি সুজনের রিবুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জমিরানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন পলাতক রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *