ইয়ারব হোসেন : ০৬ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ খুলনা রেঞ্জের ফেব্রুয়ারি/ ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন।
ফেব্রুয়ারি/ ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘যশোর’, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘ ক-সার্কেল, যশোর’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে ‘কোতয়ালী থানা, যশোর’ কে পুরস্কৃত করা হয়। এছাড়াও, যশোর বেনাপোল পোর্ট থানার এসআই (নি:) মো: মাসুম বিল্লাহ, সাতক্ষীরা সদর থানার এএসআই (নি:) মো: গোলাম মোস্তফা যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন।
গত জানুয়ারি/২০২২ মাসের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘সাতক্ষীরা জেলাকে, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘ সদর সার্কেল, সাতক্ষীরা’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে ‘কলারোয়া থানা, সাতক্ষীরা’ নির্বাচিত হয়। এসআই (নি:) মো: জসিম উদ্দিন, কলারোয়া থানা, সাতক্ষীরা জেলা ও এএসআই (নি:) মো: মুরাদ শেখ বেনাপোল পোর্ট থানা, যশোর জেলাকে যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কৃত করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
ডিআইজি মহোদয় সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।তিনি সকল কর্মকর্তাদেরকে তাদের অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।কোভিড-১৯ এর সংক্রমন বাড়তে থাকায় সকল পুলিশ সদস্যদের বুস্টার ডোজ ভ্যাক্সিন গ্রহন ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর তিনি গুরুত্বারোপ করেন। রেঞ্জের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন ও পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ, পিবিআই’র পুলিশ সুপার বৃন্দ ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *