ফরহাদ আহমেদ,জীবননগর অফিস:- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট
ভাইকে পিটিয়ে অমানুসিক নির্যাতন চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার সকালে নির্মম এ ঘটনায় পরিবারের রহস্যজনক নিরবতা দেখা গেলেও ঘটনার
বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ব্যাপারে
থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে ট্রিপল নাইনে খবর পেয়ে জীবননগর
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরজমিনে জানা যায়,জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের
স্কুল শিক্ষক আতিয়ার রহমানের দুই ছেলে রাসেল হোসেন(৩০) ও রাজু আহমেদ(২০)।
রাজু আহমেদ সম্প্রতি মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে
তুলেছে এমন অভিযোগ তুলে তার বড় ভাই রাসেল তাকে বেধড়ক পিটিয়ে হাত-পায়ে
মারাত্মক জখম করে। বড় ভাইয়ের বেপরোয়া মারপিটে ছোট ভাই রাজুর একটি হাত
ভেঙ্গে যায় এবং মাথায় মারাত্মক রক্তাক্ত জখম করে। রাজুকে ঘর থেকে বের করে
রাস্তায় টেনে হেচড়ে নিয়ে মারপিট শুরু করলে লোকজন ঠেকাতে গেলে রাসেল তাদের
ওপরও হামলা চালিয়ে আহত করে বলে গ্রামবাসীর অভিযোগ।।
অভিযুক্ত রাসেল হোসেন বলেন,আমার ছোট ভাই রাজু আহমেদ কয়েক বছর আগে একটি
মাদক মামলায় জেলখানায় যায়। সে সময় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় রাজুকে যশোর শিশু
শোধনাগারে রাখে। আমরা তাকে জেল থেকে মুক্তি করে আনার সময় শর্ত দিয়েছিলাম
সে আর কোন মাদক ব্যবসায়ীর সাথে যোগযোগ রাখবে না। কিন্তু রাজু বর্তমানে
এলাকার মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সাথে যোগযোগ চালিয়ে যাচ্ছে। সে আমি
বড় ভাই হিসাবে তাকে মারধর করেছি। তবে মারধরটা একটু বেশী হয়েছে গেছে। যা
আমার ঠিক হয়নি।
এদিকে নির্যাতনের শিকার রাজু আহমেদের দাবী সে এখন আর কোন মাদক ব্যবসার
সাথে কোন ভাবে জড়িত নয়। আমার সাথে কোন মাদক ব্যবসায়ীর কোন সম্পর্ক নেই।
আমার বড় ভাই রাসেল তার ভাগের জমি জায়গা প্রায় সব বেচে শেষ করে দিয়েছে।
আমি বাজারে একটি ব্যবসার জন্য ঘর নিয়েছি। আমি বাবা-মায়ের কাছে পুঁজি
চাওয়ায় আমার ভাই রাসেল আমার ওপর ক্ষিপ্ত হয়ে অত্যাচার নির্যাতন শুরু করে
দিয়েছে। আমার বাবা-মা রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ীতে না থাকার
সুযোগে ভাই রাসেল আমাকে ঘরের ভিতরে দরজা আটকিয়ে বেধড়ক মারপিট করতে থাকে।
আমি পালিয়ে বাড়ীর বাইরে রাস্তায় আসলেও সেখানেও আমাকে মারধর করে রক্তাক্ত
জখম করে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আহসান হাবিব রিপন
বলেন,রাজুকে দীর্ঘদিন ধরে নানা কারনে অত্যাচার নির্যাতন করে আসছে তার বড়
ভাই রাসেল। রাসেলের জমি জায়গা শেষ। এখন ছোট ভাইয়ের জমি গ্রাস করতেই যত সব
অত্যাচার নির্যাতন। তবে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে যে ভাবে তার ছোট
ভাই রাজুকে নির্যাতন করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। রাজুকে
নির্যাতনের সময় এলাকার প্রতিবেশীরা ঠেকাতে গেলে রাসেল তাদের ওপর মারমুখি
আচরন করে। এমনকি সে কোন কোন মহিলাকেও মারপিটও করেছে।
রাজু আহমেদ পিতা আতিয়ার রহমান বলেন,ঘটনাটি একান্তই পারিবারিক। যে কারণে
আমরা পারিবারিক ভাবে নিস্পত্তির চেষ্টা করছি। আর ভবিষ্যতে যেন এমন ঘটনা
আর না ঘটে সে ব্যাপারে আমার সতর্কতা থাকবে।
জীবননগর থানার সাব-ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন,আমি ট্রিপল নাইনে কল
পেয়ে আমার থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাকে ঘটনাস্থলে পাঠালে আমি
ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে রাজু আহমেদ পিতামাতার ঘটনার
ব্যাপারে আপত্তি না থাকায় এবং রাজু আহমেদও শেষ পর্যন্ত লিখিত কোন অভিযোগ
করতে রাজি না হওয়ায় কোন মামলা নেয়া হয়নি। তবে রাজু আহমেদ যখন চাইবে তখনই
মামলা করতে পারবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *