যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা করে যশোর জেলার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৪০টিকে করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়৷ পরীক্ষা শেষে মোট ৭১টি নমুনাকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে আজ বুধবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে তিন জেলার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪টি নেগেটিভ ফল দেয়৷ এবং ৭১টি পজেটিভ ফল দেয়৷ যশোর জেলার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৪০টিকে করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। এর মাধ্যমে যশোরে শনাক্ত হওয়া করোনা রোগী আড়াই হাজার পার হয়ে গেল।
এছাড়া মাগুরার ৫৫টির মধ্যে ১৯টি এবং নড়াইলের ৪৫টির মধ্যে ১২টি নমুনা কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।
এই ফলাফল সকালে সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ
জানায়, বুধবার দুপুর পর্যন্ত যশোর জেলায় মোট দুই হাজার ৫১৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হন। আজ ফলাফল পাওয়াদের মধ্যে কোনো ফলোআপ আছে কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৩ জন। মারা গেছেন ৩৪ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *