শহিদ জয়,যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার জোড়াদাহ গ্রামের শামসুর রহমান খোকা হত্যা মামলায় তার ছেলে ও ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে আরো ৬জনকে। আজ বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। বিশেষ দায়রা জজ আদালতে পিপি সাজ্জাদ মোস্তফা রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন, নিহত শামসুর রহমান খোকার ছেলে মোশারেফ হোসেন ও ভাই তাহের আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১১ মে রাত ৯টার দিকে শামসুর রহমান খোকাকে শালিসের জন্য প্রতিবেশি মেহের আলীর বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়। এরপর নিখোঁজের ঘটনায় যশোর কোতোয়ালী থানায় জিডি করে তার পরিবার। পরবর্তীতে ২৩ আগস্ট শামসুর রহমান খোকার স্ত্রী ছায়েরা খাতুন নিজের তিন ছেলেসহ জ্ঞাতী ৮জনকে আসামি করে আদালতে গুমের অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে অভিযোগটি যশোর কোতোয়ালী থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর পুলিশ তদন্ত করে জড়িত সন্দেহে তার ছেলে মোশারেফ হোসেন ও আজগার আলী নামে দুইজনকে আটক করে। তাদের মধ্যে আজগার আলীর দেয়া তথ্য মতে ২০০১ সালের ৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সবুর্ণমায়া গ্রামের ডা. জিন্নাত আলীর বাথরুমের সেফটি ট্যাংকের ভিতর থেকে শামসুর রহমান খোকার কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ৯ মে নিহতের ছেলে মোশারেফ হোসেন ও ভাই তাহের আলীসহ ৯জনের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করে। রিপোর্টে উল্লেখ করা হয় শামসুর রহমান খোকা তার নিজ পূত্রবধূ ও ভাবীর সাথে অনৈতিক সম্পর্ক করায় তিনি হত্যার শিকার হন।
বিচারকালে আজগার আলী মারা যাওয়ায় ৮জনের বিরুদ্ধে বিচার শুরু হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি মোশারেফ হোসেন ও তাহের আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬মাস করে কারাদণ্ডের আদেশ দেন। রায় শেষে দণ্ডিতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *