যশোর অফিস : যশোরে সু কোম্পানির সেলস ম্যানকে আটক করে চাঁদা দাবির ঘটনায় থানায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলায় আরাফাত শাহারিয়া রাব্বি নামে একজনকে আটক করেছে। গত ১৬ এপ্রিল গভীর রাতে যশোর সরকারী সিটি কলেজ গেটের সামনে এই ঘটনা ঘটে। আটক আরাফাত শাহারিয়া রাব্বি শহরের বারান্দী মােল্যাপাড়া আমতলার আব্দুর রশিদ ওরফে কানকাটা রশিদের ছেলে।
এই মামলায় একই এলাকার আব্দুল হামিদের ছেলে বাপ্পিকে পলাতক আসামি করা হয়েছে।
বাদী শহরের নীলগঞ্জ সাহাপাড়ার আরিফুল ইসলাম অনিক মামলায় বলেছেন, তার ছোট ভাই ফাহিম হোসেন যশোর বকচর হুশতলার ইসরাম সু কোম্পানির সেলস্ ম্যান হিসেবে চাকরি করেন। গত ১৬ এপ্রিল রাত পেেৈন ১২টার দিকে বকচর থেকে বাসায় যাওয়ার পথে সিটি কলেজ গেওেটর সামনে পৌছানো মাত্র আসামিরা তার পথরোধ করে। এরপরে তাকে একটি ঘরে আটক রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায় ফাহিমের কোম্পানির মালিকের কাছে মোবাইল করে চাঁদার ৫ হাজার টাকা নেয়। বাকি ১৫ হাজার টাকার জন্য তাকে মারপিট করে তার বড় ভাই আরিফুল ইসলাম অনিককে মোবাইল করে টাকা আনতে বলে। পরি তার ভাই এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। পুলিশ ফাহিমকে উদ্ধারসহ আরাফাত শাহারিয়া রাব্বিকে আটক করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি বাপ্পি পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়বালা।

