সমাজের আলো : যৌতুক দাবি অভিযোগে সেনা সদস্য রিয়াজ উদ্দিনের নামে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার বাঘারপাড়ার বাসুয়াড়ী গ্রামের আব্দুল মোতালেব খাঁনের মেয়ে ইসমত আরা রনি বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামি রিয়াজ উদ্দিন নড়াইল লোহগাড়ার লাহুড়িয়া ৮৫ পাড়ার নুর ইসলামের ছেলে ও চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার এন্ড স্কুল এর সৈনিক।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি রিয়াজের সাথে ফেসবুকের মাধ্যমে ইসমত আরা রনির পরিচয়। রিয়াজ নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে বিসিএস ক্যাডারে এএসপি হিসেবে চট্টগ্রাম কেমপিতে কর্মরত আছেন বলে পরিচয় দেন। রিয়াজের কথায় বিশ্বাস করলেও তিনি তার সাথে সম্পর্ক করতে অস্বীকার করেন। সম্পর্ক না করলে বিপদে পড়তে হবে বলে ভয়ভীতি দেখায় রিয়াজ। এরপর রিয়াজের সাথে সম্পর্ক গড়ে উঠলে বিভিন্ন কৌশলে তাকে বেড়াতে নিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে এবং তাকে বিয়ে না করলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। আসামি রিয়াজ একদিন ৬/৭ জনকে সাথে নিয়ে ইসমত আরার বাড়িতে এসে তাকে বিয়ে দেয়ার জন্য চাপ দেয়। একর্পযায়ে ২০২১ সালের ১৫ জুলাই আসামি সাথে এসমোত আরার বিয়ে হয়। বিয়ের পর ইসমত আরা তার বাড়িতে যেয়ে জানতে পারেন রিয়াজ সেনাবাহিনীতে চাকরি করেন। কিছুদিন ভালো ভাবে সংসার করলেও পরে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য ২ লাখ টাকা দাবি করে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে ওই বছরের ১০ সেপ্টেম্বর ইসমত আরাকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। চলতি বছরের ৯ মার্চ বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি যৌতুক নিরোধ আইনে আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *