যশোর অফিস : যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া মোড়ে একটি তেলের দোকানে মানবেন্দ্র মন্ডল (৩৮) নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে ৩ চরমপন্থী সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০) একই গ্রামের মৃত সোহরাব গাজির ছেলে হান্নান গাজি (৩৮) ও মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৯)। আটককৃতদের কাছ থেকে ১টি মোটর সাইকেল, ১টি লোহার রড, ও ১টি অবিষ্ফোরিত গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ আহত মানবেন্দ্রকে অভয়নগা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মানবেন্দ্রর পিতা মৃনাল মন্ডল মনিরামপুর থানায় মামলা করেন।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, মানবেন্দ্র মন্ডল শার্শা উপজেলার দিশা নামক শিক্ষা পাঠ্যক্রমে কাজ করেন। কুলটিয়া মোড়ে রিপন বিশ^াসের তেলের দোকান তার বাড়ির পাশে। সেখানে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বসে গল্প করছিলেন। এমন সময় দুইটি মোটর সাইকেলে ৬ জন অজ্ঞাত নামা চরমপন্থী সন্ত্রাসী মানবেন্দ্র মন্ডলকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলি সামান্য গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *