যশোর প্রতিনিধি : যশোরে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদের দায়ে জয়দেব মন্ডল নামে খুলনার চুকনগরের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের নিয়ে শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালান। এসময় সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার সয়াবিল তেল মজুদ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, খুলনার চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুদ করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়।তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা সয়াবিন তেল যশোরের মজুদের কথা স্বীকার করেন। যে কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এসময় দন্ডিত জয়দেব মন্ডল এক লাখ টাকা জরিমানা আদায় করে জেলের সাজা থেকে রক্ষা পান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আরো জানান, জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *