যশোর অফিস
যশোরের অভয়নগরের ভাঙ্গাগেট গ্রামের জমি দখলের চেষ্টার অভিযোগে তানভীর হোসেন ওরফে তানু মীরসহ ১০/১২ জনকে অভিযুক্ত করে নির্বাহী আদালতে একটি মামলা হয়েছে।
গত ১২ অক্টোবর যশোর শহরতলীর চাঁচড়া বাজার এলাকার সৈয়দ মাসুম বিল্লাহ বাদী হয়ে আদালতে এ অভিযোগ দিয়েছেন। আদালতে বিচারক অভিযোগটি গ্রহণ করে নালিশী জমিতে শান্তিশ্ঙ্খৃলা বজয়সহ প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে।
মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের মহাকাল মৌজায় ২০৭৩ ও ২২৩৮ নম্বর দাগে ২৬ শতক জমি সৈয়দ মাসুম বিল্লাহ ও তার চাচাত ভাই আজিজুর রহমানের ২ একর ১০ জমি দীর্ঘ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। গত ৬ অক্টোবর সকালে তানভীর হোসেন তার লোকজনসহ একটি ট্রাক নিয়ে জমির ক্ষতি করে এবং দখলের চেষ্টা করে। এসংবাদ পেয়ে মাসুম বিল্লাহ ও তার লোকজন জমিতে পৌঁছালে তানভীর ও তার লোকজন জমির দখল ছেড়ে যায় এবং ভবিষ্যতে এ জমি দখল করে নিবে বলে হুমকি দিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ১৪৪/১৪৫ ধারা মতে অভিযুক্তদের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে এ অভিযোগ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.