যশোর অফিস : যশোর সদর উপজেলার ঘুনী দোলনঘাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাত ১০ জানুয়ারী রাতে মামলাটি করেন ঘুনি দোলনঘাটা গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে রেজাউল করিম। মামলায় আসামী করেছেন, একই গ্রামের ছুরমান আলীর ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের আজিজুল হকের ছেলে জিহাদ হোসেন, আজিজুল হকের স্ত্রী শেফালী বেগম, মৃত মতলেব মোল্লার ছেলে আজিজুল হক, আজিজুল হকের মেয়ে ও নয়ন হোসেনের স্ত্রী লতা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামীদের সাথে জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। বাদির ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর মামলা নং১৩৬৯/২০২০ ইয় চলমান রয়েছে। আসামীরা বাদির ভাইকে মামলা তুলে নেওয়ার জন্য চাপসৃষ্টি করে। বাদির ভাই মামলা তুলতে রাজী না হওয়ায় গত ৮ জানুয়ারী দুপুর ১ টায় আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির ভাইয়ের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এ সময় ভাইয়ের স্ত্রী সবুরোন নেছা ঠেকাতে গেলে তাকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় সবুরোন নেছার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আসামীরা বাদির ভাই ফজলুর রহমানের ঘরে ঢুকে শোকেচের মধ্যে তাকা নগদ ১০ হাজার টাকা জোর করে নিয়ে যায়। ঘটনার সময় আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রকাশ্যে খন জখমের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বাদির ভাই শহিদুল ইসলাম ও ফজলুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারী রাতে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বর্তমানে সদর উপজেলার ঘুনি দোলনঘাটা গ্রামের সুরমান আলী বিশ^াসের ছেলে হাবিবুর রহমান বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় শহিদুল ইসলাম মোল্লা,সহোদর ফজলুর রহমান ও শহিদুল মোল্লার ছেলে শাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩জ উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।




Leave a Reply

Your email address will not be published.