যশোর অফিস : যশোর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে কাজী শাহেদ সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অংশ নেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও প্রযক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুল কবীর বিজু, সদস্য কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, সদস্য মীর আরশেদ আলী রহমান, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জবেদ আলী, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, যুগ্ম-আহবায়ক সোলাইম্যান রাফেল, যুগ্ম-আহবায়ক মেহেবুবুর রহমান ম্যানসেল, যুবলীগ নেতা ইমতিয়াজ গণি খান চন্দন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।
এ সময় হায়দার গণি খান পলাশ বলেন, ‘সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন। রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে শেখ হাসিনার হায়াত বাড়িয়ে দেন। শেখ হাসিনা ভাল থাকলে দেশ ও জাতির মঙ্গল হবে। দেশ ভাল থাকবে। বঙ্গবন্ধু’র আত্মা শান্তি পাবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সব ধরণের ভেদাভেদ ভুলে যেয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *