সমাজের আলো:  মা মেয়েসহ তিন নারীকে ৭৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের অভয়নগর উপজেলার বুঁইকারা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়া গ্রামের মৃত রফিকুল রহমানের স্ত্রী ও মৃত আবেদ এর মেয়ে মোসাঃ জেসমিন খাতুন ওরফে নার্গিস, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফরাজীপাড়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের মৃত ইফনুস মোল্যার স্ত্রী ও মৃত কাদের মোল্যার মেয়ে মোসাঃ খাদিজা বেগম ওরফে হাফিজা ও তার মেয়ে একই এলাকার শান্ত হোসেনের স্ত্রী আকলিমা খাতুন ওরফে সাবিনা। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এমসআই ইব্রাহীম খলিল জানান,মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে ফেনসিডিল বেচাকেনার উদ্দেশ্যে বিক্রেতারা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে জেসমিন খাতুন ওরপে নার্গিস,খাদিজাবেগম ওরফে হাফিজা ও তার মেয়ে আকলিমা খাতুন ওরফে সাবিনা দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে জেসমিন খাতুন ওরফে নার্গিসের দখল হতে ২৫ বোতল,খাদিজা বেগম ওরফে হাফিজার দখল হতে ২৫ বোতল ও আকলিমা খাতুন ওরফে সাবিনার দখল হতে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। বুধবার গ্রেফতারকৃত ও তাদের কোলে থাকা শিশুদেরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। যশোর শহরের কারবালা একটি ভবন থেকে ল্যাপটপ ও হার্ডডিক্স চুরির ঘটনায় মামলা যশোর অফিস শহরের কারবালা আইবি রোডস্থ অরিএন্টাল কনসানন্টেন্স গ্লোবাল কোম্পানী লিমিটেডের অফিসের তৃতীয় তলার বসবাসকারী এক ব্যক্তির ঘর হতে ল্যাপটপ ও হার্ডডিক্স চুরি হয়েছে। এ ঘঁনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত রুইদাস মন্ডলের ছেলে মিঠুন মন্ডল যশোর শহরের কারবালা আইবি রোডস্থ অরিএন্টার কনসানন্টেন্স গ্লোবাল কোম্পানী লিমিটেড এর কোয়ানটিটি সার্ভেয়ার হিসেবে কর্মরত আছে। অফিসের তৃতীয় তলায় বসবাস করতেন। গত ২৭ আগষ্ট রুমের বিছানার উপর ল্যাপটপ ও হার্ডডিক্স রেখে রুমে ছিটকানি দিয়ে তালাবদ্ধ না করে অফিসের কাজে ট্রেনিং করার জন্য টাঙ্গাইলে যান। ২৯ আগষ্ট ভোর অনুমান ৪ টায় রুমে এসে দেখেন। সংঘবদ্ধ চোরেরা উক্ত কক্ষে ঢুকে ল্যাপটপ ও হার্ডডিক্স চুরি করে সটকে পড়ে। # যশোরে কর্তব্যরত অবস্থায় সদর ট্রাফিকের এটিএসআইয়ের উপর হামলা গ্রেফতার -২ যশোর অফিস সদর ট্রাফিক পুলিশের এটিএসআই মনিরুজ্জামানের কাজে বাধা প্রদানসহ মারপিটের ঘটনায় কোতয়ালি মডেল থানায় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঠালতলা গোলাম পট্টির আব্দুল রায়েব ওরফে ফয়জুরের ছেলে টিটু ও সদর উপজেলার পাগলাদাহ পূর্বপাড়া টিএসআই রফিকের ফার্মের পাশের্^ বাবুর ছেলে ওসমানসহ অপ্সাতনামা ২/৩জন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মোড়ের হামলার ঘটনা ঘটে। যশোর সদর ট্রাফিকে কর্মরত এটিএসআই মনিরুজ্জামান মঙ্গলবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামী ও তাদের অপ্সাতনামা সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, মঙ্গলবার বিকেলে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মোড়ে দায়িত্ব পালন করছিলেন। বিকেল সাড়ে ৫ টায় উক্ত আসামীরা একটি ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ে হাসপাতালের দিক হতে দড়াটানার দিকে যাবার চেষ্টা করে। এতে কর্তব্যরত এটিএসআই মনিরুজ্জামান বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত আসামীরা হুমকী দিয়ে চলে যায়। রাত আনুমানিক সাড়ে ৮ টায় উক্ত আসামী ও তাদের সহযোগী আসামীরা হাসপাতালের মোড়ে কর্তব্যরত এটিএসআই মনিরুজ্জামানকে পেয়ে অর্তকিতবভাবে হামলা চালায়। এসময় দড়াটানা ব্রীজের উপর কর্মরত কনস্টেবল মানিক ও এনামুল দৌড়ে এসে আসামীদ্বয়কে আটক করে। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করে মনিরুজ্জামানকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। আসামীরা মনিরুজ্জামানের সরকারী পোশাক ধরে টানা হেচড়া,নেমপ্লেট,ব্যাজসহ টানাটানি করে পোশাক ছিড়ে ফেলে বলে এজাহারে উল্লেখ করেন। বুধবার গ্রেফতারকৃত টিটু ও ওসমানকে আদালতে সোপর্দ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.