যশোর প্রতিনিধি : যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫শ’ বেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি। শনিবার দুপুরে শংকরপুর বটলতায় এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচিতে যশোরের ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৫শতাধিক নেতাকর্মী অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সভাপতি এ্যড. আবুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ জাসান টুকুন, উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, সদস্য সচিব, জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল প্রমুখ।

কর্মসুচি চলাকালে বক্তারা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অ লের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বি ত হচ্ছেন। এ কারণে অবিলম্বে যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ বেড বাস্তবায়র করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *