শহিদ জয় ,যশোর প্রতিনিধি :-

গত শুক্রবার রাত সাড়ে নটার দিকে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং থেকে ১টি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।আটক তিন জনের মধ্যে একজন খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের গাড়ি চালকও তার গাড়ি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে শুক্রবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা লাউজানি রেল ক্রসিং এলাকায় অবস্থান করেন যশোর ডিবি পুলিশের এসআই মোঃ মুরাদ হোসেনের (পিপিএম) নেতৃত্বে এসআই মাইদুল ইসলাম রাজীব, এসআই হরষিত রায় ও এস আই রইস আহমেদ এর একটি দল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী একটি পাজারো গাড়ি (ঢাকা মেট্রো- ঘ ১৩-৭২৫৩) রাত সাড়ে নয়টার দিকে লাউজানি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। গাড়ি তল্লাশি কালে গাড়ির ভিতরে থাকা আসামিদের মধ্যে পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের মনির হোসেনের ছেলে রাজিব শেখ( ২৬ ),বাগেরহাট জেলার রামপাল থানার সায়রাবাদ গ্রামের মৃত শেখ আলতাব হোসেনের ছেলে জীলান শেখ (৫৫),ও খুলনা জেলার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০) কে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।

অস্ত্রসহ আটক আসামিরা অগ্রনী ব্যাংক খুলনা শাখার জেনারেল ম্যানেজার মাইদুল ইসলাম এর সরকারি পাজেরো গাড়িটি ব্যবহার করছিল।আটককৃতদের মধ্যে মেহেদী হাসান উক্ত গাড়ির ড্রাইভার। সরকারি ড্রাইভার হওয়া সত্ত্বেও সে গাড়ি টি অবৈধভাবে বিনা অনুমতিতে চোরাকারবারিরা ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক রাজীব শেখের বিরুদ্ধে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা এবং মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে বলে জানিয়েছে যশোর ডিবি পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *