যশোর অফিস : যশোর শহরের ষষ্টিতলা পাড়ায় শহিদুজ্জামান সেলিম চঞ্চল (৪৫) ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সেলিমের স্ত্রী রেশমা খাতুন জুলি বাদি হয়ে গত শনিবার রাতে মামাটি করেন। মামলায় আসামি করা হয়েছে রবিউল ইসলাম (৩৫) ও তার ৪/৫জন সহযোগের বিরুদ্ধে। রবিউল ষষ্টিতলা পাড়ার বিপি রোডের মৃত শফি মিয়ার ছেলে।
রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা রেশমা খাতুন জুলি এজাহারে উল্লেখ করেন, আসামি রবিউল ওই এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে যখন তখন যে কাউকে মারপিট ও হুমকি দেয়। এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দিলে ক্ষতি করার চেষ্টা করে। কিছুদিন আগে পত্রপত্রিকায় তার নামে মাদক ব্যবসার নিউজ হয়। ওই নিউজকে ঘিরে রবিউল সন্দেহ করে যে তার স্বামী চঞ্চলকে ওই তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেছে। এ কারণে তাকে ক্ষতির চেষ্টা করে। গত ১৯ এপ্রিল রাত ৮টারদিকে তার স্বামী ষষ্টিতলাপাড়ার পাখিপট্টি দিয়ে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন। সে সময় রবিউল ও তার ৪/৫জন সহযাগি তাকে ঘিরে ধরে। এরপর গালিগালাজ করে মারপিট করে। তিনি প্রদিবাদ করলে চাকু দিয়ে তার পিঠে পরপর একাধিক আঘাত করে। এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি রবিউল ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি সংবাদ পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।




Leave a Reply

Your email address will not be published.