যশোর অফিস : যশোর শহরতলীল পুলেরহাটস্থ শিশু উন্নয়ন কেন্দ্রের দোতলা ও তৃর্তীতলার ছাদ থেকে লাফিয়ে এক কিশোর বন্দি পালিয়ে গেছে। এ সময় আরো ৪জন জখম হয়েছে। জখম প্রাপ্তদের মধ্যে জুবায়ের (১৫) নামে এক বন্দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে। পালিয়ে যাওয়া বন্দির বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করা হয়েছে।
শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালক মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ছাদের ক্লবসিলব গেট ভেঙ্গে ৫জন তৃতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কেন্দ্রের নৈশ্য প্রহরী টের পেয়ে তাদের তাড়া করে। এ সময় শুভ নামে এক বন্দি পালিয়ে যায়। তার বাড়ি বগুড়ায়। সে বছর খানেক আগে কেন্দ্রে আসে। একটি হত্যা ও চুরি মামলার আসামি শুভ।
তিনি আরো জানিয়েছেন,পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে চারজন আহত হয়েছে। এরা হলো, বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকলি গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবায়ের (১৫), বগুড়ার মুন্না, বাগেরহাটের জিসান ও আজিম। এদের মধ্যে জুবায়ের গুরুতর অসুস্থ হওয়ায় তাকে রোববার যশোলে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.