ফারুক হোসাইন রাজ : যাত্রী বহন করে ড্রাইভাররা বাসের সিরিয়ালের টিফ সন্তোষ জনক না পাওয়াকে কেন্দ্র করে যশোর সাতক্ষীরা দু’জেলার বাস মালিক সমিতির সিন্ডিকেটের ভাগাভাগিতে এক জেলার বাস অন্য জেলায় প্রবেশ বন্ধ ঘোষণা করে দু’জেলার প্রবেশ দারে পৃথক দুটি অস্থায়ী টার্মিনাল করায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারন পথচারীরা৷ মঙ্গলবার ( ২৩ নভেম্বর) সকালে যশোর -সাতক্ষীরা প্রবেশদ্বার বেলতলা সীমান্তে জনদুর্ভোগের এমন দৃশ্য দেখা যায়৷সরেজমিনে দেখা যায় সাতক্ষীরার ও দু’জেলার মালিক সমিতির সিন্ডিকেটের ভাগাভাগিতে সীমান্ত বেলতলা নামক স্থানে পৃথক অস্থায়ী টার্মিনাল বসেছে৷ এতে এক জেলার বাস অন্য জেলাতে প্রবেশ বন্ধ হয়েছে এমনকি যশোর টার্মিনাল থেকে ছেড়ে আসা বাস বাঁগআচড়াতে এসে যাত্রী নামিয়ে দিচ্ছে সেখানথেকে সাতক্ষীরা কালিগঞ্জ এর জন্য আসা যাত্রীরা সরাসরি যোগাযোগ ব্যবস্থা না পেয়ে আলাদা খরচ দিয়ে বাঁগআঁচড়া হতে ভ্যান ইজিবাইক যোগে বেলতলাতে এসে পৌঁছাচ্ছে এতে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে বয় বৃদ্ধ অসুস্থ নারী-পুরুষ ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদের৷

সাতক্ষীরা সিটি কলেজর ছাত্র ও বাঁগআঁচড়া এলাকার বাসিন্দা ইয়াসিন রাফি জানায়, গত এক সপ্তাহ যাবত যশোর থেকে বাসে যাতায়াত করতে গেলে এমন জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে দুই জেলাতে যাতায়াতকারী পথযাত্রীদের সমস্যাটা দেখার যেন কেউ নেই৷ বাস মালিক সমিতির সিন্ডিকেটের কারণে যশোর থেকে সরাসরি সাতক্ষীরা অথবা সাতক্ষীরা থেকে সরাসরি যশোরে যাওয়ার ব্যবস্থা এখন বন্ধ বরং যেতে হলে নামতে হচ্ছে খন্ড খন্ড স্থানে যেখানে পথচারীদের বাড়তি খরচ গুনতে হচ্ছে সাতক্ষীরায় যেতে হলে বাগআঁচড়াতে নামতে হচ্ছে আবার সেখান থেকে আলাদা ভাড়া দিয়ে আসতে হয় বেলতলাতে সেখান থেকে আবারও টিকিট কেটে উঠতে হচ্ছে সাতক্ষীরা কালিগঞ্জের উদ্দেশ্য মানুষের এটা আলাদা একটা জনদুর্ভোগ৷সাতক্ষীরা বাস মালিক সমিতির নেতা সাইফুল করিম সাবু জানায়, যশোর – সাতক্ষীরার দুই মালিক সমিতির বাস একই মহাসড়কে চলে যাত্রী বহন করে এতে যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার মালিক সমিতির বাস গুলো সন্তোষজনক টিপ বা সিরিয়াল না পাওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে অতিদ্রুত যাতে জন দুর্ভোগের সমস্যার সমাধান হয় তার জন্য যশোর বাস মালিক সমিতির কতৃপক্ষের সাথে আলোচনায় বসা হবে৷

যশোর ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন জানায়, দীর্ঘদিন যাবৎ যশোর মালিক সমিতির বাস সরাসরি সাতক্ষীরা হয়ে কালিগঞ্জ পর্যন্ত যাত্রী নিয়ে যেতে দেওয়া হয়না সাতক্ষীরা টার্মিনালেই সকল যাত্রী নামিয়ে বাস বাস বন্ধ করতে হয় দীর্ঘদিনের এ সমস্যার সমাধান চেয়ে সাতক্ষীরা মালিক সমিতির নিকট আহ্ববান জানিয়েছি তারা কোন ফলপ্রসূ সাড়া ও আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি যে কারনে জেলা ভিত্তিক বাসে যাত্রী বহন করা হচ্ছে ৷ তবে তিনি আরও বলেন যাতে সরাসরি যশোর থেকে কালিগঞ্জ পর্যন্ত যশোর মালিক সমিতির বাস যেতে পারে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান চেয়ে জেলা প্রশাসক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷নাম প্রকাশে অনিচ্ছুক বাস কন্ট্রাক্টর জানায়, দুই জেলায় আগের মত বাস যাতায়াত না করতে পারায় সাধারণ পথচারীদের পাশাপাশি মটর শ্রমিকরা মহা বিপাকে এখন মজুরিও কমেছে সাতক্ষীরা থেকে বেলতায় আসলে ১০০ থেকে ১৫০ টাকা দিনে রোজগার হচ্ছে যেখানে আগে সাড়ে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার হতো৷ এ সমস্যার সমাধান না হয়ে যদি এভাবেই চলতে থাকে তাহলে একসময় মটর শ্রমিকরা পরিবার নিয়ে মহা বিপাকে পড়তে হবে এজন্য জরুরি ভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ৷

নাম প্রকাশে অনিচ্ছুক বাস ড্রাইভার জানায়, গত ১সপ্তাহ যাবত সাতক্ষীরা ও যশোর জেলার বাস মালিক সমিতির গ্যাঞ্জামের কারণে সাধারণ পথচারী ও মোটর শ্রমিকরাও মহা বিপাকে রয়েছে৷ সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে এসে বেলতলাতে নামিয়ে দিচ্ছে এবং যশোর থেকে ছেড়ে আসা বাস নামিয়ে দিচ্ছে বাগআঁচড়াতে মধ্যখানের প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে অথবা অনেক ভাড়া দিয়ে ভ্যান অথবা সিএনজিতে আসতে হচ্ছে অসুস্থ রোগী, স্কুল ছাত্র ছাত্রী, দূরদূরান্তের উদ্দেশ্যে বাসে আসা যাওয়া করা শ্রমিক কর্মচারী সহ সাধারণ পথচারীদের৷ আগে যেমন প্রতিদিন দূরের টি ফলে অনেক রোজগার হতো এখন দূরের টিপ না হওয়াতেই মজুরি কমে এসেছে যা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে উঠেছে৷প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের এ জনদুর্ভোগ অতি দ্রুত কাটাতে স্থানীয় জেলা প্রশাসক ও প্রশাসন সিন্ডিকেট মালিক সমিতির কাছে হস্তক্ষেপ কামনা করেছেন তিনি৷সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবীর জানায় , সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট এসডিবিএস মালিক সমিতি ও যশোর ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট আইডিবিএস মালিক সমিতির আন্ত কোন্দলে যশোর সাতক্ষীরায় সরাসরি যাতায়াতের ক্ষেত্রে সাধারণ পথচারীদের যে সমস্যা সৃষ্টি হচ্ছে অতি দ্রুত সমাধান করতে দু’জেলার মালিক সমিতির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷




Leave a Reply

Your email address will not be published.