সমাজের আলো : যশোর সিআইডি পুলিশের একটি টিম কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় বিভিন্ন প্রকার তৈরি পোশাক ও ওষুধসহ তিনজনকে আটক করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। আটককৃতরা হলো, বেনাপোর পোর্ট থানাস্থ গাতীপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আব্দুল আলিম ভোলা (৩৭), শার্শার মাটিপুকুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩০) এবং মিজান হোসেনের ছেলে আল মামুন হোসেন (১৯)। সিআইডি যশোর জোনের এসআই ফকরুল ইসলাম জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে জানতে পারেন একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে প্রচুর পরিমান ভারতীয় পণ্য চোরাচালানের মাধ্যমে ঢাকায় নিয়ে যাচ্ছে। রাত থেকে অপেক্ষা করা হয় যশোরের পুলেরহাটে। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে সোর্সের দেয়া তথ্যের সাথে মিল রেখে একটি কাভার্ডভ্যান আসতে দেখে থামানোর সিগন্যাল দেয়া হয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে যশোর ডালমিন হয়ে দড়াটানা দিকে যেতে যায়। সময় কাভার্ডভ্যান থামিয়ে তিনজনকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে, বিভিন্ন ব্রান্ডের শাড়ি, থ্রিপিচ, ওষুধ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩৪ লাখ ৮৭ হাজার টাকা। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, ওই মালামাল শার্শার বড়আচঁড়া গ্রামের সলেমান হোসেনের ছেলে আব্দুল হামিদ ঢাকার কেরানীগঞ্জ থানার বন্দর ছোটগাও এলাকার সোনা মিয়ার ছেলে নাহিদ হাসান শাকিলের কাছে পাঠাচ্ছিল। ওই মালামাল গুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাপথে এনে তা ঢাকায় পাঠানো হচ্ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *