সমাজের আলো। মাদারীপুরে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে শহরের লেকেরপাড়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ চালক রোমান মাতুব্বরকে (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমান কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর গ্রামের রহমান মাতুব্বরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালকিনির মিনাজদী থেকে চার যাত্রী নিয়ে মাদারীপুরে আসেন চালক রোমান। ওই যাত্রীরা তরলজাত খাবারের সঙ্গে চেনতানাশক মিশিয়ে মাঝপথে কৌশলে রোমানকে সেই পানি পান করায়। এতে অসুস্থ হয়ে পড়েন রোমান। পরে রোমনকে দুর্বৃত্তরা শহরের লেকেরপাড়ে নিয়ে আসেন। অচেতন হয়ে পড়লে পুলিশ সুপারের বাসভবনের সামনে ফেলে রেখে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ




Leave a Reply

Your email address will not be published.