সরদার কালাম, প্রবাস থেকে : আফ্রিকার যুদ্ধবিধস্ত নানা আতঙ্কের দেশ লিবিয়ায় দীর্ঘ বছর ধরে অসহায় প্রবাসীদের বিভিন্ন সেবায় নিয়োজিত থাকা বৃহত্তম ফরিদপুর প্রবাসী কল্যাণ সংগঠনের কাজকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পূর্বের কমিটি আংশিক বিলুপ্ত করে নতুন সংস্কারে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃগঠিত হয়েছে।

শনিবার (৩১ শে জুলাই ) সন্ধ্যায় লিবিয়া বেনগাজী এলাকায় উল্লেখ্য প্রতিষ্ঠিত সংগঠনের অফিসের হলরুমে এক জরুরী সভা আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত জরুরী সভায় সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল ও অসহায় প্রবাসীদের বিভিন্ন সেবা করার লক্ষ্যে নতুন কমিটির প্রস্তাব উঠে।

এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে আগামী ০১ (এক) বছরের জন্য পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদক বহাল থেকে আংশিক সদস্য ও অন্যান্য সদস্য পদে বিলুপ্ত/রদবদল এনে পূর্ণাঙ্গ কমিটির পুনঃগঠন করা হয়েছে।

করোনাকালসহ বরাবরের ন্যায় আগামী দিনেও আতঙ্কের দেশ লিবিয়ার অসহায় প্রবাসীদের বিভিন্ন সেবার কাজে নিয়োজিত করার লক্ষ্যে,অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতি মারুফ জাফর ও সাধারণ সম্পাদক শওকত বেপারী (নতুন)এবং অন্যান্যদের উপস্থিতিতে,সর্বসম্মতিক্রমের এক বার্তায় সহ সভাপতি মোহাম্মদ পারভেজ মোল্লা,মোঃ মোকাররম হোসেন,মোঃ দেলোয়ার হোসেন,শওকত হোসেন,এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল,মোঃ মানিক (সিটি ফরাস)কি,আবুল হোসেন (শরীয়াতপুর),মোঃ মিজান (গোপালগন্জ),সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা হাওলাদার,মোঃ তারেক,মোঃ কামাল,এছাড়াও,দফতর সম্পাদক,মোঃ আবুল কালাম,মোঃ শাহিন,অর্থ বিষয়ক সম্পাদক,মোঃ ফারুক হোসেন (ফন্দুক),মোঃ আফসার,এবং রবিন প্রচার সম্পাদকসহ প্রমুখকে লিবিয়া বেনগাজীতে বৃহত্তম ফরিদপুর প্রবাসী কল্যাণ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিতে নাম প্রকাশ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *