সমাজের আলো : ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চার জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আরো পাঁচ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজা সম্পন্ন হয়।শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এখনও যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ড নিহত ৩০ জনের জানাজা শেষে গণকবর দেওয়া হবে। জানা গেছে, বরগুনা পোটকাখালী আবাসন গণকবরস্থানে তাদেরকে দাফন করা হবে।এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক জহোর আলী বলেন, ‘ওই কমিটিতে আরও চার জন রয়েছেন। ইতোমধ্যে কমিটি তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। কমিটিকে লঞ্চ দুর্ঘটনার কারণ এবং কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এসব জানাতে বলা হয়েছে। আর লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রাথমিক ধারণা কতটা সত্য- তাও বের করতে বলা হয়েছে।’




Leave a Reply

Your email address will not be published.