সমাজের আলো : বিয়ের জন্য সম্ভাব্য সব আয়োজন করেছিল পাত্রীপক্ষ। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মে’য়ের সাথে বিয়ের কথা পাকাপাকি। কিন্তু এতে মন ভরেনি বরের।বিয়েতে তার দাবি, একটি মোটরসাইকেল ও একটি সোনার হার।কিন্তু এই দাবি যে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো কখনও ভাবতেও পারেননি বর।ভারতীয় সংবাদ সংস্থা এ’এনআই বলছে, উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচদিন আগে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবু শ্বশুরের কাছে।বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন। তারা জানান, ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেয়া হবে। কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর। মোটরসাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন।এতে বেজায় চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। শুরু হয় কথাকা’টাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঝামেলার মাঝেই বিয়েতে উপস্থিত লোকজন যৌ’তুক চাওয়ার অ’পরাধে বরকে চে’পে ধরে ক্ষুর দিয়ে মাথা অর্ধেক ন্যাড়া করে দেন। মাথার মাঝের দিকের অংশ কামিয়ে দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.