সরদার আবু সাইদঃ অবশেষে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে গিয়ে সাক্ষাৎকারী সন্ত্রাসী রকি বড়ুয়ার ডান হাত শিবির ক্যাডার সিরাজী ওরফে সন্ত্রাসী লিটনের পরিচয় পাওয়া গেলো।
আওয়ামীলীগের অন্দরে একজন দুর্ধর্ষ শিবির ক্যাডার সে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াঘাট গ্রামের দরিদ্র কৃষকের মাদ্রাসা পড়ুয়া সন্তান লিটন। জন্ম ১৯৮৭ সাল। দারিদ্রের কষাঘাতে জর্জরিত কৃষক বাবা তাকে ভর্তি করান মাদ্রাসায়। উল্লেখ্য জামাত অধ্যষিত এই চেড়াঘাট গ্রামের ৯০% মানুষই জন্মসূত্রে জামাত সমর্থক। অত্যন্ত ধূর্ত প্রকৃতির লিটন মাদ্রাসায় পড়াকালীন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার হয়ে যান।২০১৩/১৪ সালের নাশকতার সময় এই লিটনের অত্যাচার ছিল সীমাহীন। ১৩/১৪ সালে নাশকতার সময় কলারোয়া বাজার, দমদম বাজার, সোনাবাড়ীয়া বাজার, যুগীবাড়ি মোড় এবং ব্রজবাকসা মোড়ে সে ত্রাসের রাজ্য কায়েম করেছিল। তৎকালীন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বর্তমানে কলারোয়া থানার ৩ নং কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ইমরানের নেতৃত্বে ছাত্রলীগ, আওয়ামীলীগের সাথে নুর মোহাম্মাদ সিরাজী ওরফে লিটনের নেতৃত্বে শিবিরের সাথে কলারোয়া হাসপাতাল রোড সহ বিভিন্ন জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ৫ই জানুয়ারীর নির্বাচনের পর সে আত্নগোপনে যায়। ৩৩ বছরের এই যুবক কয়েকটি বিয়েও করে। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বহু টাকা লোটপাট করে। তার নামে একাধিক চেক জালিয়াতির মামলা সহ বিভিন্ন মামলা আছে। তারপর সে ঢাকায় এসে আত্নগোপন করে। সে সময় পার্বত্য সন্ত্রাসী রকি বড়ুয়া, হেফাজত ইসলাম, ও ইসলামী ঐক্যজোটের সাথে সংখ্যতা গড়ে তোলে। তাদের মদদে এবং কোন কূট কৌশল বাস্তবায়নে নতুন করে পরিচিত হয় মওলানা নূর মোহাম্মাদ সিরাজী নামে। প্রয়াত শওকত হোসেন নিলুর এনপিপিতে যোগ দিয়ে বড় নেতা হয়ে যান। তারপর এক সময় ওলামা লীগের নেতাদের সাথে মিশতে থাকে। এভাবে আওয়ামী ঘরোনায় ঢুকে যায়। এক পর্যায়ে বিভিন্ন নেতাদের মাধ্যমে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মিশতে থাকে। এসবির একজন দায়িত্বশীল উদ্ধর্তন কর্মকর্তার সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে। অত্যন্ত সজ্জন অফিসার এই শিবির নেতার চালাকি বুঝতে না পেরে গভীরভাবে মিশতে থাকে। তার সুবাদে শুরু একে একে সব উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাদের সাথে সেলফি আর যাতায়াত। তারপর শুরু করে মন্ত্রী আর এমপিদের সাথে ঘনিষ্ঠতা। এভাবেই সে রকি বড়ুয়াকে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছে দেয়। উল্লেখ্য রকি বড়ুয়ার ডেরা বান্দরবনে সে প্রায় নারী সহ যাতায়াত করে।

এবং সারা দেশে ট্যুর করতে থাকে। রংপুরের জয় সদন থেকে শুরু করে গণভবন! আর ওসি থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত! সমস্ত জায়গায় তার পদচারণা আর সেলফিবাজী। মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সচিব বিপুল বিক্রমে তার পদচারণা আর সেলফিবাজী।
সাঈদীর ছেলে, রকি বড়ুয়া, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট, সহ জামাত শিবির! সব জায়গায় তার অবাধ পদচারণা। মূলত এদের স্পাই হিসাবেই সে নিয়োজিত।
কয়লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন, এই সিরাজী ওরফে লিটনের নেতৃত্বে শিবির ১৩/১৪ সালে ছাত্রলীগের উপর যে অত্যাচার করেছে তা কখনো ভুলবার নয়। এরকম একজন দুর্ধর্ষ শিবির ক্যাডার কিভাবে গণভবন পর্যন্ত পৌঁছালো বোধগম্য নয়। ২০১৩ সালের নাশকতা সৃষ্টিকারীর অন্যতম হোতা, দুর্ধর্ষ শিবির ক্যাডার নুর মোহাম্মদ সিরাজি শিবির ক্যাডার জামাত শিবিরের এজেন্ট রকি বড়ুয়ার বিশস্ত লোক। এই লিটন বর্তমানে এলাকা ত্যাগ করে ঢাকাতে অবস্থান করছে। আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি দের সাথে সেলফি বাজি করে জামাতিদের এজেন্ট হিসেবে কাজ করছে। এই নুর মোহাম্মদ সিরাজি ওরফে লিটন কিভাবে প্রধানমন্ত্রীর পাশে যাওয়ার সাহস পায় সেটা ক্ষতিয়ে দেখার দাবি জানায় সচেতন মহল। এই সিরাজি ওরফে লিটন কে নেত্রী পর্যন্ত পৌছে দিলো কারা? প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি এদের থেকে নিরাপদে আছে?
রকি বড়ুয়ারা কার মাধ্যমে নেত্রী পর্যন্ত পৌঁছায়? এরকম বহু প্রশ্নের উত্তর চায় আওয়ামীলীগের ত্যাগী কর্মীরা।
এ বিষয়ে জানার জন্য নূর মোহাম্মদ সিরাজির ব্যাক্তিগত ফোন নং০১৭২৮৩৮৯৭৬৬ একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
