সমাজের আলোঃ নিশিন্দার পাতা  নাশক এবং এর যক্ষা ও ক্যান্সারবিরোধী গুণ রয়েছে। নিয়মিত নিশিন্দা পাতা খেলে মারাত্মক সব রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
 নিশিন্দা পাতা গরম করে যে কোনো ফোলা বা মচকানোর ব্যথাযুক্ত কিংবা প্রদাহের স্থানে রেখে গরম কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। প্রতিদিন ৪ থেকে ৫ বার করে। এতে করে আক্রান্ত স্থান দ্রুত ভাল হয়ে যায়।
শরীরের কোনো স্থানের টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার থাকবে না।
নিশিন্দা পাতার রস কিংবা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ১ থেকে ২ ফোঁটা করে কানে দিলে যদি কানে কোন রোগ থাকে তা ভাল হয়ে যায়।
নিশিন্দা পাতার চূর্ণ সিকি গ্রাম পরিমাণ খেলে গুঁড়া কৃমির উপদ্রব অনেকাংশে কমে যায়। নিশিন্দা পাতা গেঁটে বাত সারাতেও বেশ কাজে আসে। যদি জ্বর থাকে তবুও এতে সুফল পাওয়া যাবে। নিশিন্দা ৫ গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয়।
তাছাড়াও নিশিন্দা হ্যাঁপানি কিংবা ঠান্ডাজনিত রোগেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।



Leave a Reply

Your email address will not be published.