আলতাপ হোসেন লাল্টু অস্ট্রেলিয়ার সিডনি থেকে: একটা বিষয় আমার মাথায় আসছে না কেন? দেশে রাজনীতি কি পরবাসে যাওয়ার পথে ।মাতাল,ইয়াবা খোর, আর মাদকাসক্ত সহ. ষ অসম্ভব অসামাজিক লোকজন কি করে রাজনৈতিক পদবি পাচ্ছে! বাংলাদেশে এক সময় রাজনীতি করতো মাস্টার,পন্ডিত, উকিল আর সমাজের পরিচ্ছন্ন শ্রেনীর মানুষেরা । তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা হতো না ।শুধু তাই না তাদের সব দলমত নির্বিশেষে মানুষের সাথে সম্পর্ক থাকতো। ইদানিং দেখি কিছু হলেই অন্য দলের অমুক অনুপ্রবেশকারী তাই এতো বড়ো ঘটনা। এসব প্রশ্রয় দিয়ে মজা লুটছে তাঁরা ধোঁয়া তুলসী পাতা। আর কিছু না হোক সবশেষে পুলিশ বা প্রশাসনের উপর চাপিয়ে দিতে ও কূন্ঠাবোধ করছি না।কিছু ঘটলেই তড়িঘড়ি করে দল থেকে বহিষ্কার নামক মধুচন্দ্রিমা খতমের উপাখ্যান করা হচ্ছে । এটা থামছে না একেবারে ই। ইউ এন ও ওয়াহিদা ম্যাডাম আক্রান্ত । যা ছোট খাটো বিষয় না। ঘুমন্ত অবস্থায় সরকারি বাসভবনে হামলা । দুজন গ্রেফতার ।একজন ক বছর আগে থেকে ই উপজেলা যুবলীগের আহবয়ক এর দায়িত্ব পালন করে আসছে। আবার মাদক আসক্ত । ( জাতীয় পেপার) থেকে বর্ণিত । তার দলের দায়িত্ব শীল দের হুংকার ছাড় নেই যে হোক । এতো রাবিশ কি করে রাজনীতি তে এলো । কেউ কি বুঝেনা রাজনৈতিক কোন ছেলেটি কি আচরণ আর কেমন তার চালচলন । এতোই চোখের সমস্যা! যখন একটা কিছু ঘটছে অমনি মধুচন্দ্রিমা খতমের কাহিনী । আসলে বাংলাদেশে একটা শুদ্ধি অভিযান দরকার তা দিনের আলোতেই হোক্ । তাতে যদি লোকসংখ্যা কমে যায় তাও খারাপ না। আর সহ্য করা বাংলাদেশের জন্য বিরাট অমঙ্গল। আর নেতাদের এতো ভাঁড়ামি ভালো না। জননেত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে সংগঠনের ও রাষ্ট্রের সার্বিক বিষয় নিয়ে নির্ঘুম জীবন বেছে নিয়েছেন । আর আমরা কোন পথে সেটা ভাবতে ও শিউরে উঠি । অবসান হোক এসব দুর্বৃত্তদের চাষাবাদ ।




Leave a Reply

Your email address will not be published.