সমাজের আলো : গত মৌসুমটা শিরোপা ছাড়াই কাটে বার্সেলোনার। চলমান মৌসুমের অর্ধেক পেরুনোর আগেই শিরোপা খরা কাটানোর সুযোগটা পেয়েছিল কাতালানরা। রোববার রাতের ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৩ শিরোপাজয়ী বার্সা। রুদ্ধশ্বাস ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয়বারেরর মতো সুপার কাপ ঘরে তুলেছে অ্যাথলেটিক বিলবাও। শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি ম্যাচের শেষটা হতাশায় শেষ হয়েছে বার্সেলোনার। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালের শেষ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন লিওনেল মেসি। ২০১৫ সালে বিলবাও শেষবার সুপার কাপ জিতেছিল বার্সেলোনাকে হারিয়েই। ৪০তম মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে লিড নেয় বার্সা। সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে নাম লেখানো বিলবাও। ৪২ মিনিটে অস্কার ডি মার্কোসের গোলে সমতা ফেরায় বিলবাও। ৭৭ মিনিটে গ্রিজমান আবারও এগিয়ে দেন বার্সেলোনাকে। শিরোপার সুবাস পেতে থাকা বার্সেলোনাকে হতাশায় ডোবান আসিয়ের। ৯০ মিনিটে দারুণ এক গোল করে বিলবাওকে শিরোপার মঞ্চে টিকিয়ে রাখেন আসিয়ের। হারতে বসা ফাইনালে দারুণভাবে ঘুরে দাঁড়ানো বিলবাও লিড নেয় অতিরিক্ত সময়ের শুরুতেই। ৯৪ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড নেয় বিলবাও।




Leave a Reply

Your email address will not be published.