সমাজের আলো : রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।উক্ত শিবিরে প্রায় ৯০০জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমে ৭০জনসহ ৪টি ধাপে ২৭০ জনকে রোগীকে ফ্রি সানি অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে। উক্ত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনার পাস্ট প্রেসিডেন্ট ডা: আবু সাইদ, রোটারি ক্লাব অব ড্যানপোর্ট ক্যানাডার প্রেসিডেন্ট ইলেক্ট আনারুল কবির, চক্ষু সিবির প্রোগ্রাম চেয়ারম্যান কামরুজ্জামান বুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান আসাদুজ্জামান, ফারুকুল ইসলাম,নূরুল হয়, আব্দুল সোহবান, তানভীর হোসেন মুন্না, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন, চার্টার প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, ক্লাব সার্বিক ডাইরেক্টর তরিকুল ইসলাম অন্তর, ইব্রাহিম খলিল প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *