সমাজের আলো ডেস্ক: ২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান থেকে বাঁচতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয় রোহিঙ্গারা। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের জন্য চলতি বছর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছিল জাতিসংঘ। তার অর্ধেক অর্থও না আসার প্রেক্ষাপটে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ওই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ১১ কোটি ৩০ লাখ ডলার এবং যুক্তরাজ্য ৬ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়া আরও বেশ কয়েকটি দেশ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে ২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, আজকে সর্বমোট ৫৯৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে কোনো মানবিক সংকটে তাদের জোরাল অবস্থানের জানান দিয়েছে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারকে একটি মুক্ত কারাগার আখ্যা দিয়ে বলে, রাখাইনের নাগরিকরা এখনো স্বাভাবিক চলাফেরা করতে পারে না, মিয়ানমার সরকার তাদের জীবন-যাপন কে সীমাবদ্ধ করে রেখেছে।




Leave a Reply

Your email address will not be published.