খুলনা প্রতিনিধিঃ-বাগেরহাটের মোংলা থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে র্যাব-৬। আটককৃতরা হলেন- খুলনার রুপসা উপজেলার কামরুল ইসলাম শেখ , আব্দুস সালাম শেখ ও মোঃ দেলোয়ার শেখ।
সোমবার বিকালে মংলা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে মলম পার্টির মূলহোতাসহ ৩জনকে আটক করে।
র্যাব-৬ সূত্রে জানাযায়, গতসোমবার বিকালে ষাটোর্ধ্ব এক বিধবা তার স্বামীর পেনশনের টাকা উত্তোলন করে বাগেরহাটের মংলা থানাধীন মংলা বন্দর হতে নিজ বাসায় ভ্যান যোগে ফিরতে ছিলেন। ফেরার পথে ভ্যান চালক ও ভ্যানে থাকা অন্য দুই যাত্রী বিধবা বৃদ্ধার চোখে মলম লাগিয়ে তার নিকট হতে পেনশনের উত্তোলনকৃত ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং বৃদ্ধাকে মংলা থানাধীন পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

